Archive for the ‘আশাপূর্ণা দেবী’ Category

>…

এ কী লাইন এলো দেশে দাদা,
কী ‘লাইন’ এলো দেশে!
সকল লাইন ঘুচিয়ে দিল লাইন সর্বনেশে |
রেশনে ও কেরসিনে
লাইন জানি লাগে,
পাঁউরুটিতে লাইন লাগে, কে শুনেছে আগে?
হাওড়া স্টেশন তাকিয়ে দেখ—
লাইন, ট্যাক্সী পেতে,
ট্রামে বাসে লাইন দেখো, পথে যেতে যেতে |
পয়সা আছে? বিদেশ যাবে?
কথা ভারি সাদা?
ট্রেনের টিকিট কিনতে গিয়ে লাইন দেখুন দাদা |
খেলার মাঠের কথা?
কী আর বলবো মহাশয়,
সে দুর্গতি, কেবল মাত্র মানুষ বলেই সয় |
তবে দাদা সবার বড়ো
লাইন সিনেমার |
এ সংসারে যে লাইনটি সব লাইনের সার |
কিন্তু শুনুন চুপি, চুপি—
আরো আছে ভাই!
রোজ সকালে সেইখানেতে লাইন দিতে যাই |