গরুচোর ! / আবদার রশীদ

Posted: জুলাই 7, 2011 in আবদার রশীদ (১৯২৮ - )


গরুচোর বলে তারে
ক’রো নাকো তুচ্ছ !
নিন্দুকে অকারণে
রটাচ্ছে কুচ্ছো ।
গরু ছাড়া আর কিছু
করে না তো চুরি সে !
তাও তো করেছে চুরি
মোটে গোটা-কুড়ি সে ।
একদিন কি কাণ্ড
হয়েছিল শোনো ভাই,
আমাদের বাড়ি থেকে
নিয়ে গেল দুটো গাই !


কিন্তু হলে কি হবে,
দেখি রাত পোহালে,
দুধ দু’য়ে হাঁড়ি ভ’রে
রেখে গেছে গোহালে !
সেই কথা ভেবে, আহা,
আজো হই মুগ্ধ,
ধনেপ্রাণে না মেরে সে
রেখে গেল দুগ্ধ !
নিন্দুকে তবু বলে,
“ব্যাটা মহা শয়তান !
অভিধান-মতে এটা
গরু মেরে জুতোদান !”

এখানে আপনার মন্তব্য রেখে যান