মারামারি / আবদার রশীদ

Posted: জুলাই 7, 2011 in আবদার রশীদ (১৯২৮ - )

কারে বলি, কত বলি,
আর যে না পারি রে,
চারিদিকে চেয়ে দেখি
শুধু মারামারি রে !
মায়ে মারে, বাপে মারে
সেটা তবু সহা যায়,
‘চাল’ এসে মারে যদি
সে তো বাপু মহা দায় !
‘কাঁচি’, ‘ল্যাঙ’, ‘প্যাঁচ’ এসে
মারে যত ইচ্ছে
যত দাও উপদেশ,
কেবা কানে নিচ্ছে !

‘লাফ’ মারে, ‘গুল’ মারে,
‘আড্ডা’ও মেরে যায়,
‘দৌড়’ এসে মেরে গেলে
তারে আর কেবা পায় !
‘চাপ’ মারে ‘ছাপ’ মারে
‘ঝাঁপ’ মারে ভাই রে,
‘উঁকি’ মারে ‘ঝাঁকি’ মারে
মারে কত ‘ঘাই’ রে !
‘ইয়ার্কি’ মারে যদি
চুপ মেরে চেপে যাই
‘ফুটানি’ যখন মারে
সব চেয়ে ক্ষেপে যাই ।
এ রকম পাইকারী
মারেও না হলে হুঁশ-
‘টিটকারী’ মারে এসে
না হয়তো মারে ঢুঁশ্ !

এখানে আপনার মন্তব্য রেখে যান