Archive for the ‘প্রমোদ বসু’ Category

>…
হু আর ইউ ?
‘ইংরেজি জানি না যে, ভেউ-ভেউ-ভেউ…’

ডোন্ট ক্রাই প্লীজ–
‘শী যে ছাই বলছেন হিজিবিজবিজ্-‘

মাই বয়, আই ডোন্ট লাইক এ ফুল।
‘আমিও যে চোখে দেখি সরষের ফুল !’

ডোন্ট গেট নার্ভাস, লিশন্ টু মি–
‘কী সাহসে আমাকে যে বলছেন ‘তুমি’ !’

ইয়েস ! আই অলওয়েজ লিশন্ টু ইউ।
‘আমাকে বাঁচান দাদা, ভেউ-ভেউ-ভেউ…’

মাই গড ! ও ডিয়ার, ডোন্ট ক্রাই প্লীজ।
‘এইবার বুঝেছি যে আপনি কী চিজ !’

অফকোর্স। ইউ আর হাংরি এনাফ।
‘দয়া করে ছেড়ে দিন- এই চাই মাফ।’

হাউ ফুল ইউ আর ! আই অ্যাম সরি।
‘সরতে আমিও চাই। আজ কেটে পড়ি।’

>…

আমি যখন পদ্য লিখি, সবার খুবই অসন্তোষ
কেউ বা বলেন পক্ক আমি, কেউ বা ধরেন মাথার দোষ!
আমি তখন স্বপ্নে দেখি শক্তি-সুনীল, শঙ্খ ঘোষ।

আমি যখন ছবি আঁকতে খাতার পাতায় টানছি লাইন,
মা বলে যান, ‘পড়তে বসো। আঁকা বন্ধ- বাবার আইন।’
হা হতোস্মি! আমার কেবল স্বপ্নে বিকাশ, গণেশ পাইন!

আমি যখন গান ধরেছি বুকের গভীর আহ্লাদে,
পড়শিগণে টিটকারি দেয়-‘নচির সঙ্গে পাল্লা দে!’
কিন্তু আমার স্বপ্নে আসেন হেমন্ত আর মান্না দে!

আমি এখন পড়ছি শুধু, পড়ছি দিনরাত্রি তাই।
বাবা ভীষণ খুশি এবং মা বলছেন, ‘বল, কী চাই?’
বলবো, ‘শুধু স্বপ্ন দেখার সময় যেন একটু পাই!’