Archive for the ‘হাবীবুর রহমান (১৯২৬ – ১৯৭৬)’ Category

>…
লোকটা শুধু করত বড়াই–
‘দেখে নিতাম লাগলে লড়াই !’
উইঢিবিতে মারতো ঘুষি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত- ‘আসুক বাঘ কি হাতি !
আমি কি আর কারেও ডরাই ?
ভাঙতে পারি লোহার কড়াই।’
শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।
এক দিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,
ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে;
ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।

‘ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই’-
ফিসফিসিয়ে বলল সবাই।
লোকটা তখন চেঁচিয়ে জানায়–
‘উই ধরেছে নাকের ডগায় !’

>…
কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা,
আকাশে ভাসাল আজ আলোর ভেলা।
           গাছে গাছে চিকচিক
           আলো হাসে ফিকফিক
চালে চালে ঝিকঝিক এ কোন্ খেলা !
কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা।

শাখে শাখে সে আলোর পরশ লাগে।
দিকে দিকে যেন কোন জীবন জাগে।
           ফুলে ফুলে উতরোল
           জাগরণ কলরোল
বাতাসেতে হিল্লোল প্রভাতী ফাগে !
দিকে দিকে জীবনের পরশ লাগে !

এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো
ধুয়ে যাক মুছে যাক মনের কালো।
           এ আলোর কুমকুম
           দিয়ে যাক রাঙাচুম
মন জুড়ে রেখে যাক অনেক ভালো।
এসো ভাই মুঠি মুঠি মাখি এ আলো।