Archive for the ‘প্রণব চৌধুরী’ Category

>…

    তোমার কেন! মনে থাকার কথাও নয় কারো!
    তখন তুমি অনেক ছোট
            একটু একটু বসতে কেবল পারো।
    ঘর ছেড়ে সেই প্রথম গেলাম দূরে
    তোমায় নিয়ে এলেম সমুদ্দুরে।
অথই সাগর, ঢেউ ওঠে আর নামে
ঝড়ের মতো শো শো বাতাস
        মাথায়, ডানে-বামে,
পাহাড় ঘেঁষে উঠছে তখন
        সূর্যটা লাল বড়!
দু’ঠোঁট ভেঙে হঠাৎ কেঁদে আমায় চেপে ধরো!
কোথায় এলে অচিনপুরে! পড়লে কিসের ভিড়ে।
সামনে সাগর, পেছন আলোয় তাকাও ফিরে ফিরে।
        বিশাল বেলাভূমি,
মেঘের বুকে চাঁদের মতো
কখন বুকে
ঘুমিয়ে গেলে তুমি।