Archive for the ‘সরোজিনী নাইডু (১৮৭৯- ১৯৪৯)’ Category

>…

    মশলা-বনের আমেজ নিয়ে
    কত ধানের ক্ষেত পেরিয়ে
            পদ্মদিঘির সুবাসটুকু মেখে,
    শিশিরকণার ঝিকমিকানি –
    ছোট্ট মিঠে স্বপনখানি
            এনেছি দূর পরীর দেশের থেকে।

    খোকনমণি, ঘুমোও এবার,
    দীপ জ্বেলেছে জোনাকি তার,
            ঝাঁকে ঝাঁকে নাচছে নিমের গাছে।
    আফিম ফুলের পেয়ালা ছেঁকে
    চোরাই করে আঁচল ঢেকে
            এনেছি এই স্বপন তোমার কাছে!

    ঘুমোও আমায় বিদায় দিয়ে,
    লক্ষ তারা ঝলমলিয়ে
            তোমায় ঘিরে জ্বলছে দু’চোখ মেলে।
    আদর করে শুইয়ে ঘুমে
    সোনার জাদুর নয়ন চুমে
            স্বপন-মধু দিলেম তাতে ঢেলে।